জুম্মার বয়ান (সংক্ষিপ্ত)
৩১ ডিসেম্বর ২০২১
মুফতি.বোরহান উদ্দীন আব্বাস
খতীব: ডি.সি জামে মসজিদ নেএকোণা
-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_
.اعوذ بالله من الشيطان الرجيم
اذ قال ابراهيم رب اجعل هذا بلدا امنا
............وارزق اهله من اثمرت
اذ قال ابراهيم رب اجعل هذا بلدا امنا
............وارزق اهله من اثمرت
আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করছেন
আলহামদুলিল্লাহ!
আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন,
মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন ,
আমাদের জীবনের পূর্ণতা শুধু আমাদের এই পার্থিব জীবনকে কেন্দ্র করেই না ,
আমাদের কর্মজীবন এবং প্রতিদান জীবন এই দুইটা জীবন মিলে আমাদের জীবনের পূর্ণতা.
এই কর্মের জীবন , এটা জীবনের একটা পার্ট মাত্র
আর প্রতিদানের জীবন
আমরা যদি আমাদের ভাষায় বলি
তাহলে
ইহকাল ও পরকাল,
প্রতিদানের জীবনটা হলো পরকাল,
আমরা দুনিয়াতে যা কিছু করছি ভালো হোক মন্দ হোক এটার প্রতিদান আমরা পরকালে পাবো সুনিশ্চিত , মে যেভাবে করছি যতটুকু করছি ঠিক সেভাবে ততটুকু আল্লাহ আমাদেরকে দিবেন,
فمن يعمل مثقال ذرة خيرا يره،ومن يعمل مثقال ذرة شرا يره
বিন্দু পরিমাণ ভালো করলে আল্লাহ বিন্দু পরিমান ভালোই আমাকে দিবেন,
তেমনি ভাবে বিন্দু পরিমাণ মন্দ কাজ করলে ওই বিন্দু পরিমাণ মন্দ পরিনতি আমাকে ভোগ করতে হবে,
তো আমাদের চিন্তা করতে হবে এই দুইটা জীবনকে কেন্দ্র করে
ইহকাল এবং পরকাল
দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন,
আমাকে কর্ম জীবন নিয়ে চিন্তা করতে হবে
এবং কর্মজীবনে করা কর্মটা আমার জন্য কি ঠেকে আনবে সেটাও চিন্তা করতে হবে,
আমি যখন এই দুইটা চিন্তা মাথায় রেখে কাজ করব
তখন আমার দুনিয়ার জীবনটা বেশ সুন্দর ও সাজানো গোছানো হবে
যখন আমি কোনো ভালো কাজ করতে যাব এবং ভালো কাজটা করার সময় চিন্তা করব যে মৃত্যুর পর আল্লাহ আমাকে এর প্রতিদান ফিরিয়ে দেবেন
তখন আমার এই ভালো কাজটা আরো বেশি সুন্দর হবে ,
আর যদি কখনো কোন মন্দ কাজ করতে যায় তখন যদি এভাবে চিন্তা করি যে মৃত্যুর পর কিন্তু আমাকে এই মন্দ কাজের পরিণাম পরিণতি ভোগ করতে হবে
এর শাস্তি আমাকে পেতে হবে!
তাহলে মন্দ কাজ থেকে ফিরে আসা খুব সহজ হয়ে যাবে
তবে মন্দ কাজটি যদি হয়েও যায় তৎক্ষণাৎ আমার ভিতরে অনুশোচনা তৈরি হবে
আল্লাহর কাছে ফিরে আসাটা সহজ হবে,
এজন্য আমার জীবন নিয়ে আমাকে এভাবে চিন্তা করতে হবে যে
দুইটা জগত মিলেই আমার জীবন
ইহকাল পরকাল
এই দুইটা জগৎ নিয়েই আমি একজন পূর্ণাঙ্গ মানুষ,
এভাবে চিন্তা করলেই আমার জীবন হবে সহজ এবং সুন্দর
আর যদি এভাবে চিন্তা করি
দুনিয়ার জীবনটাই শেষ
অথবা যদি কোন চিন্তাই না করি
তাহলে আখিরাতের জীবন তো সুন্দর হবেই না
দুনিয়ার জীবনটাও সুন্দর হবে না,
এজন্য মুমিনের এভাবে চিন্তা করতে হবে যে
দুইটা জায়গার সময় নিয়েই আমার পূর্ণতা,
(চলবে ইনশা-আল্লাহ)
Thanks
ReplyDeleteVery important message