জিহাদ,
জিহাদ যেমন ফরজ, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করাও ফরজ।
জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করাকে শর’য়ি পরিভাষায় ই’দাদ বলা হয়।
আমাদের পক্ষে জিহাদ করা সম্ভব হচ্ছে না বলে ই’দাদ থেকেও হাত গুটিয়ে বসে থাকবো !! তা রাব্বুল আলামীনের দরবারে গ্রহণযোগ্য হবে না,
বরং জিহাদের প্রবল তামান্না অন্তরে রেখে ই’দাদের ফরজ আদায়ে অগ্রগামী হতে হবে।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন,
জিহাদ যেমন ফরজ, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করাও ফরজ।
জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করাকে শর’য়ি পরিভাষায় ই’দাদ বলা হয়।
আমাদের পক্ষে জিহাদ করা সম্ভব হচ্ছে না বলে ই’দাদ থেকেও হাত গুটিয়ে বসে থাকবো !! তা রাব্বুল আলামীনের দরবারে গ্রহণযোগ্য হবে না,
বরং জিহাদের প্রবল তামান্না অন্তরে রেখে ই’দাদের ফরজ আদায়ে অগ্রগামী হতে হবে।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন,
وَ لَوۡ اَرَادُوا الۡخُرُوۡجَ لَاَعَدُّوۡا لَہٗ عُدَّۃً وَّ لٰکِنۡ کَرِہَ اللّٰہُ انۡۢبِعَاثَہُمۡ فَثَبَّطَہُمۡ وَ قِیۡلَ اقۡعُدُوۡا مَعَ الۡقٰعِدِیۡنَ-
‘আর যদি তারা (যুদ্ধে) যাত্রা করার ইচ্ছা করতো তাহলে এরজন্য কিছু সরঞ্জাম তো প্রস্তুত করত, কিন্তু আল্লাহ তাদের যাত্রাকে অপছন্দ করেছেন, এ জন্য তাদেরকে তাওফিক দেননি এবং বলে দেয়া হলো, তোমরা অক্ষম লোকদের সাথে এখানেই বসে থাকো।’
(সুরা তাওবা : ৪৬)
আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন,
(সুরা তাওবা : ৪৬)
আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন,
وَ اَعِدُّوۡا لَہُمۡ مَّا اسۡتَطَعۡتُمۡ مِّنۡ قُوَّۃٍ وَّ مِنۡ رِّبَاطِ الۡخَیۡلِ تُرۡہِبُوۡنَ بِہٖ عَدُوَّ اللّٰہِ وَ عَدُوَّکُمۡ وَ اٰخَرِیۡنَ مِنۡ دُوۡنِہِمۡ ۚ لَا تَعۡلَمُوۡنَہُمۡ ۚ اَللّٰہُ یَعۡلَمُہُمۡ ؕ وَ مَا تُنۡفِقُوۡا مِنۡ شَیۡءٍ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ یُوَفَّ اِلَیۡکُمۡ وَ اَنۡتُمۡ لَا تُظۡلَمُوۡنَ-
তোমরা কাফিরদের মুকাবিলা করার জন্য যথাসাধ্য শক্তি ও সদাসজ্জিত অশ্ববাহিনী প্রস্তুত রাখবে, যার মাধ্যমে আল্লাহর শক্র ও তোমাদের শক্রদেরকে ভীত সন্ত্রস্ত করবে, এছাড়া অন্যান্যদেরকেও যাদের (শত্রুতার) ব্যাপারে তোমরা জানো না, কিন্তু আল্লাহ জানেন। আর তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় কর, তার প্রতিদান তোমাদেরকে পুরোপুরি প্রদান করা হবে, তোমাদের প্রতি (কম দিয়ে) অবিচার করা হবেনা।’ (সুরা আনফাল : ৬০)
সম্মিলিতভাবে ই'দাদ (প্রস্তুতি) গ্রহণ করাও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাই আসুন আমরা নিজ নিজ স্থান থেকে প্রত্যেকেই প্রস্তুতি গ্রহণ করি !
وما توفيقي الا بالله.
জি
ReplyDelete