মসজিদটি ৩০ বছরেরও বেশি সময় পানির নিচে ডুবে ছিল কিন্তু তারপরও... Ofde islam

2


বিহারের নওয়াদা জেলার অন্তর্গত হলদিয়া গ্রামের একটি নদী  শুকিয়ে যাবার পর এই মসজিদটি দেখতে পাওয়া যায়।
 মসজিদটি ১২০ বছর পুরানো, দীর্ঘ ৩০ বছর বা তারও বেশি সময় ধরে পানির নিচে ছিলো মাসজিদটি,
তবে অবাক হওয়ারই বিষয় যে 
এই দীর্ঘ সময় মসজিদটি পানির নিচে থাকা সত্বেও  মসজিদটি সম্পূর্ণ অক্ষত রয়েছে, এমনকি কাঠামোগত কোনোও ক্ষতি হয়নি।
 👉স্থানীয় প্রবীণরা জানান, মসজিদটি বিংশ শতকের প্রথমদিকে নির্মিত হয়। মোগল রীতিতে  মসজিদটির বয়স এখন প্ৰায় ১২০ বছর। স্থানীয়রা এ মসজিদের নাম দিয়েছিলেন 
"নুরি মসজিদ"
মাটি থেকে গম্বুজ পর্যন্ত মসজিদের উচ্চতা প্রায় ৩০ ফুট। ১৯৭৯ খ্রিষ্টাব্দে এখানে ফুলওয়ারিয়া ড্যাম নির্মাণ শুরু হয়। সে সময় ঐ এলাকার অধিকাংশ বাসিন্দা ছিলেন  মুসলিম, এই মসজিদেই তারা নিয়মিত নামাজ আদায় করতেন। কিন্তু  সরকার ঐ এলাকায় বাঁধ নির্মাণ সিদ্ধান্ত নেওয়ায় এলাকাবাসীকে অন্য একটি গ্রামে স্থানান্তরিত করে। বাঁধ নির্মাণের সময় প্রয়োজন না হওয়ায় কৰ্তৃপক্ষ মসজিদটির দিকে হাত বাড়ায় নি।
 বর্তমানে বাঁধের পানি শুকিয়ে গেলেও পুরো এলাকা কাদাময় হয়ে আছে। 
এরমধ্যে কৌতূহলী মুসলিমরা কাঁদা মাড়িয়ে মসজিদে প্রবেশ করেন। তারা দেখতে পান মসজিদটি পুরোপুরি অক্ষত রয়েছে! কয়েক দশক ধরে ডুবে থাকাতেও কাঠামোর সামান্যতম ক্ষতি হয়নি।
তথ্য সংগ্রহ-এক্সপ্রেস ট্রিবিউন

 This mosque can be seen after a river dried up in Haldia village of Nawada district of Bihar.

 The mosque is 120 years old, the mosque was under water for 30 years or more.

But it is a matter of surprise

Despite being under water for such a long time, the mosque is completely intact, not even structurally damaged.

 Local elders said that the mosque was built in the early 20th century. The Mughal style mosque is now about 120 years old. Locals named this mosque

"Nuri Mosque".

The height of the mosque from the ground to the dome is about 30 feet. In 1979, the construction of Phulwaria Dam started here. At that time most of the residents of that area were Muslims, they used to pray regularly in this mosque. But the government decided to build a dam in that area and shifted the people to another village. As there was no need during the construction of the dam, the authorities did not reach out to the mosque.

 At present, the water in the dam has dried up, but the entire area has become muddy.

Meanwhile, curious Muslims entered the mosque crying. They found the mosque completely intact! Despite being submerged for decades, the structure was not damaged at all.


 Data collection- The  Express Tribune






 


Post a Comment

2Comments

Thanks everyday

  1. শুনে ভালো লাগছে
    আলহামদুলিল্লাহ
    তবে....…..

    ReplyDelete
  2. শুনে খুশি হলাম আলহামদুলিল্লাহ

    ReplyDelete
Post a Comment
To Top