পৃথিবীর যেখানে টাইম ট্রাভেল করা সম্ভব !! Ofde islam

0


  যেখানে টাইম ট্রাভেল করা সম্ভব !!


"জিওগ্রাফিক সাউথ পুল" পৃথিবীর এমন একটি স্থান যেখানে আপনি টাইম ট্রাভেল করতে পারবেন! হ্যাঁ ঠিক শুনছেন মানে ঠিক পড়ছেন। এখানে আপনি আগামীকাল (ভবিষ্যতে) গতকাল (অতীতে) যেতে পারবেন। বর্তমান থেকে ভবিষ্যতে ও অতীতে যেতে পারাই তো টাইম ট্রাভেল।


তবে বিষয়টি কিন্তু তেমন না যেমনটা আমরা সাধারণত টাইম ট্রাভেলের ক্ষেত্রে ভাবী । মানে আপনি অতীতে গিয়ে আপনার দাদা,নানা বা কাউকে মেরে কোনো এক্সপেরিমেন্ট করতে পারবেন না ! আপনি শুধু ২৪ ঘণ্টা এদিক ওদিক যেতে পারবেন। এটাও আবার এক অদ্ভুত টাইম ট্রাভেল। 


জিওগ্রাফিক সাউথ পুল এটি পৃথিবীর দক্ষিণ মেরুর দক্ষিণতম বিন্দু । ১২ মাসে এখানে মাত্র দুই বার সূর্য ওঠে এবং অস্ত যায়। মোট হিসাব করলে এইখানে মাত্র ৫০ জন লোক বাস করে।


আন্তর্জাতিক ২৪ ঘন্টা সময় হিসেবে এখানে তিনটি টাইম জোন কাজ করে । এগুলো হলো বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত। অর্থাৎ প্রতিটি টাইম জোনে ২৪ ঘন্টার পার্থক্য আছে!


আপনি যখন জিওগ্রাফিক সাউথ পুল এর নির্দিষ্ট কেন্দ্রবিন্দুতে থাকবেন । তখন আপনি আন্তর্জাতিক টাইম জোনের হিসেবে আপনার বর্তমান সময়ে থাকবেন, আপনি যদি সেখান থেকে আরো কিছু ফুট দক্ষিনে যান যেখানে দক্ষিণ মেরু ৯০ ডিগ্রী সেখানে আপনি আন্তর্জাতিক টাইম জোনের হিসেবে আগামীকাল অর্থাৎ ভবিষ্যতে পা রাখবেন আবার যদি আপনি তার বিপরীত দিকে যান যেখানে দক্ষিণ মেরু ১৮০ ডিগ্রি সেখানে আপনি আন্তর্জাতিক টাইম জোনের হিসেবে অতীতে পা রাখবেন অর্থাৎ গতকালে পা রাখবেন।


সোর্স উইকিপিডিয়া, ন্যাশনাল জিওগ্রাফি ও রেডিট

লেখক: মোঃ আকাশ

Ofde islam


Post a Comment

0Comments

Thanks everyday

Post a Comment (0)
To Top