আলী হ্যাকড: শিয়া রুটস রিভীলড ! ১ম পর্ব

0


আলী হ্যাকড: শিয়া রুটস রিভীলড !

ইতিহাসের বাঁকে বাঁকে কিছু চিন্তা ধারা জন্ম নেয়, যেগুলো মুখে ইসলামের দাবি করলেও অন্তরে বহন করে ভ্রান্তি ও বিদ্রোহ। সেগুলোর পেছনে থাকে ব্যক্তি-উপাসনা, অতিরিক্ত আবেগ, কিংবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত বিভক্তি। ইসলাম, যে ধর্ম নিখাদ সত্য, পরিশুদ্ধ আকীদা ও রাসূলুল্লাহ ﷺ-এর নির্দেশিত সরল পথের নাম, সেখানে এমন বিভ্রান্তি কখনোই স্থান পেতে পারে না। তবুও কিছু মতবাদ আবির্ভূত হয়েছে, যেগুলো ইসলামের শাশ্বত সৌন্দর্যকে আড়াল করে তুলে ধরেছে বিকৃত এক চেহারা।
শিয়া মতবাদ, তেমনই এক চিন্তার নাম—যা ইতিহাসের এক করুণ মোড় থেকে জন্ম নিয়ে আজও ইসলামের মূল ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তারা বিশ্বাসের নামে ঘৃণা বপন করে, সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ ছড়িয়ে, আর হক ও বাতিলের মাঝে একটি কৃত্রিম দ্বন্দ্ব তৈরি করে। তাদের তাত্ত্বিক কাঠামো যতই জটিল হোক, সত্যের আলোয় তা এক জালের মতো ভেঙে পড়ে।
এই 
প্রবন্ধ-ভিত্তিক বিস্তারিত আলোচনায় আমরা গভীরভাবে অনুসন্ধান করব—এই মতবাদের উৎস কোথায়, তারা কী বিশ্বাস করে, কেন তা ইসলামী আকীদার পরিপন্থী, এবং কিভাবে এই বিভ্রান্তি থেকে নিজেদের রক্ষা করে হকের পথে অটুট থাকা যায়।

প্রবন্ধ-ভিত্তিক বিস্তারিত আলোচনায় যা থাকছে !

🔹 ১ম পর্ব: ভূমিকা –  সত্য দ্বীনের ছায়ায় বাতিল চিন্তা ✅
🔹 ২য় পর্ব: শিয়া মতবাদের ইতিহাস: উৎস, বিকাশ ও রাজনৈতিক প্রেক্ষাপট !
🔹 ৩য় পর্ব: শিয়াদের আকীদা: ইমামত, মাসূমতা, তাকিয়া ও রজআর বিভ্রান্তি !
🔹 ৪র্থ পর্ব: সাহাবায়ে কেরামের প্রতি শিয়াদের অবস্থান: বিদ্বেষ ও বিকৃতি !
🔹 ৫ম পর্ব: আহলে বাইতকে ঘিরে অতিরঞ্জনা: বাস্তবতা বনাম ভ্রান্ত প্রচার !
🔹 ৬ষ্ঠ পর্ব: শিয়া-সুন্নি বিভাজন: এক দৃষ্টিতে পার্থক্য ও মূল ভ্রান্তিগুলো !
🔹 ৭ম পর্ব: শিয়া মতবাদের বর্তমান প্রভাব ও রাজনৈতিক রূপ
🔹 ৮ম পর্ব: কুরআন ও সহিহ হাদীসের আলোকে শিয়া মতবাদের পর্যালোচনা
🔹 ৯ম পর্ব: মুসলমানদের করণীয়: ঈমান রক্ষায় হক পথে অবিচল থাকা
🔹 ১০ম পর্ব: শেষ কথা: দ্বীনের সরল পথে ফিরে আসার আহ্বান !



Post a Comment

0Comments

Thanks everyday

Post a Comment (0)
To Top