হতাশার আঁধারে প্রেরণার আলো !

0

হতাশার আঁধারে প্রেরণার আলো !

শীতের এক সকাল। আকাশে কুয়াশার চাদর, সূর্যের মুখ দেখা যাচ্ছে না। রাস্তার ধারে এক চায়ের দোকানে বসে এক যুবক গরম চা চুমুক দিচ্ছিল। চোখ দুটো তার অবসন্ন, মুখে ক্লান্তির ছাপ। মনে হচ্ছে, জীবনের সব রঙ যেন মুছে গেছে।

দোকানদার তাকে চিনি, কারণ প্রায় প্রতিদিনই আসে। আজ কেমন যেন নিরব। জিজ্ঞেস করল, “কি রে, আজ তোর হাসিটা গেল কোথায়?”

যুবক মাথা নাড়ল, ধীরে বলল, “কাকু, আর পারছি না। জীবনের সব দরজা যেন বন্ধ হয়ে গেছে। চাকরি পাই না, ব্যবসা শুরু করেও ডুবে গেলাম। মনে হচ্ছে আল্লাহও আমার দিকে তাকাচ্ছেন না।”

এ কথা শুনে পাশে বসা এক বৃদ্ধ আলেম নীরবে তাকালেন। চুলে রুপালি আভা, চোখে গভীর শান্তি। তিনি মৃদু কণ্ঠে বললেন, — বেটা, হতাশা শয়তানের অস্ত্র। আল্লাহ কাউকে ভুলে যান না। তুমি কি রাসূল ﷺ এর সেই হাদিস জানো?

قال رسول الله ﷺ:
"لاَ يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلاَّ وَهُوَ يُحْسِنُ الظَّنَّ بِاللَّهِ"
“তোমাদের কেউ যেন মৃত্যুর সময় আল্লাহর ব্যাপারে সু-ধারণা ছাড়া না থাকে।”
— সহীহ মুসলিম

যুবক চুপ করে শুনছিল। আলেম চায়ের কাপ নামিয়ে বললেন— — একবার ভাবো, রাসূল ﷺ কেমন জীবন কাটিয়েছেন। মক্কার মানুষের তিরস্কার, তায়েফে অপমান, যুদ্ধের কষ্ট—তবুও তিনি কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হননি।

আলেম আরেকটি গল্প শোনালেন— — এক লোক ছিল, সব কিছু হারিয়ে রাস্তায় বসে কাঁদছিল। তখন কেউ তাকে এই হাদিস শোনায়—

قال رسول الله ﷺ:
"عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ"
“মুমিনের অবস্থা কতই না বিস্ময়কর! তার প্রতিটি অবস্থাতেই কল্যাণ রয়েছে।”
— সহীহ মুসলিম

— এরপর লোকটি উঠে দাঁড়াল, বলল, “যদি আমার দুঃখেও কল্যাণ থাকে, তবে আমি কেন হার মানব?”

যুবকের চোখে তখন এক বিন্দু আলো জ্বলে উঠল। সে ধীরে ধীরে বলল, “তাহলে আল্লাহ আমার জন্যও কোনো ভালো রেখেছেন?”

আলেম হাসলেন— — অবশ্যই। কুরআনে আল্লাহ নিজেই বলেছেন—

قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ
“বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি সীমালঙ্ঘন করেছ! তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।”
— সূরা আয-যুমার: ৫৩

— মনে রেখো বেটা, ঝড় যত বড়ই হোক, সূর্যকে থামাতে পারে না। তোমার আজকের ব্যর্থতা হয়তো আগামীকালের সফলতার সিঁড়ি।

যুবক সেদিন দোকান ছাড়ল নতুন এক মন নিয়ে। কুয়াশার ভেতরেও সে দেখল— সূর্য উঠছে ধীরে ধীরে, ঠিক তার জীবনের মতোই।


Ofde islam
Saad Azizul Haque✔ Verified
Founder | Creative Lead - বাংলাদেশ

Post a Comment

0Comments

Thanks everyday

Post a Comment (0)
To Top