নবীজির প্রিয় দোয়া: ভয় ও বিপদে আশ্রয় ও শান্তি।

0


🌿 প্রেরণার হাদিস: বিপদের সময় সুরক্ষার দোয়া

জীবনের পথে আমরা সবাই কখনো না কখনো ভয়, দুশ্চিন্তা আর অশান্তির মুখোমুখি হই। কখনো হঠাৎ আসা বিপদ, কখনো অদৃশ্য কোনো আতঙ্ক, কখনো মানুষের অনিষ্ট আমাদের হৃদয় ভারী করে তোলে।

সত্যিটা হলো, দুনিয়ার কোনো শক্তি, অর্থ কিংবা মানুষ আমাদের সর্বদা রক্ষা করতে পারবে না। সর্বশক্তিমান আল্লাহর কাছেই রয়েছে সেই আশ্রয়।

রাসূলুল্লাহ ﷺ আমাদের এক অমূল্য দোয়া শিখিয়েছেন, যা হলো জীবনের সব ভয় ও বিপদের বিরুদ্ধে এক অদৃশ্য ঢাল।

📖 হাদিস (Arabic)

«أَتَانِي جِبْرِيلُ، فَقَالَ: يَا مُحَمَّدُ، قُلْ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ، الَّتِي لَا يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلَا فَاجِرٌ، مِنْ شَرِّ مَا خَلَقَ، وَذَرَأَ، وَبَرَأَ، وَمِنْ شَرِّ مَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ، وَمِنْ شَرِّ مَا يَعْرُجُ فِيهَا، وَمِنْ شَرِّ مَا ذَرَأَ فِي الْأَرْضِ، وَمِنْ شَرِّ مَا يَخْرُجُ مِنْهَا، وَمِنْ شَرِّ فِتَنِ اللَّيْلِ وَالنَّهَارِ، وَمِنْ شَرِّ كُلِّ طَارِقٍ إِلَّا طَارِقًا يَطْرُقُ بِخَيْرٍ، يَا رَحْمَنُ»

📚 (আহমদ ২/৩৭০৪, সহিহ বলেছেন আলবানী, صحيح الجامع: ৩৫১১)

📝 বাংলা অনুবাদ

“জিবরীল আমার কাছে এসে বললেন: হে মুহাম্মাদ ﷺ, বলুন: আমি আল্লাহর পরিপূর্ণ ও সর্বাঙ্গসুন্দর বাণীর আশ্রয় প্রার্থনা করছি, যাকে অতিক্রম করতে পারে না কোনো সৎকর্মশীল কিংবা কোনো পাপাচারী; আল্লাহ যা সৃষ্টি করেছেন, উৎপন্ন করেছেন ও বানিয়েছেন— তার সব কিছুর অনিষ্ট থেকে; আসমান থেকে যা নেমে আসে এবং যা সেখানে ওঠে, তার অনিষ্ট থেকে; যমীন থেকে যা বের হয় ও যা সেখানে বিস্তার লাভ করে, তার অনিষ্ট থেকে; রাত-দিনের ফিতনা থেকে; আর প্রত্যেক আগন্তুক থেকে— তবে সে ব্যতীত যে কল্যাণ নিয়ে আসে, হে রহমান।”

🌺 ব্যাখ্যা

  • কلمات الله التامّات 👉 আল্লাহর বাণী নিখুঁত ও পরিপূর্ণ।
  • আশ্রয় প্রার্থনা করা হয়েছে আসমান ও জমিনের বিপদ থেকে।
  • শয়তান, জিন, দুষ্ট মানুষের অনিষ্ট থেকে রক্ষা।
  • রাত-দিনের ফিতনা ও অজানা বিপদ থেকে সুরক্ষা।
  • “إلا طارقًا يطرق بخير” 👉 কল্যাণ নিয়ে আসা অতিথি যেন আসে, ক্ষতি নয়।

🌟 দোয়ার উপকারিতা

  • শয়তান ও জিনের হাত থেকে সুরক্ষা।
  • রাত-দিনের ফিতনা ও হঠাৎ বিপদ থেকে নিরাপত্তা।
  • হৃদয়ে প্রশান্তি ও মানসিক শান্তি আনে।
  • আল্লাহর উপর নির্ভরশীলতা দৃঢ় হয়।

⏰ কখন পড়তে হবে?

  • সকাল-সন্ধ্যার যিকিরে।
  • ভ্রমণের সময়।
  • ঘুমানোর আগে।
  • ভয় বা দুশ্চিন্তা অনুভব করলে।

🌿 দোয়া (শুধুমাত্র দোয়াটি)

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ، الَّتِي لَا يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلَا فَاجِرٌ، مِنْ شَرِّ مَا خَلَقَ، وَذَرَأَ، وَبَرَأَ، وَمِنْ شَرِّ مَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ، وَمِنْ شَرِّ مَا يَعْرُجُ فِيهَا، وَمِنْ شَرِّ مَا ذَرَأَ فِي الْأَرْضِ، وَمِنْ شَرِّ مَا يَخْرُجُ مِنْهَا، وَمِنْ شَرِّ فِتَنِ اللَّيْلِ وَالنَّهَارِ، وَمِنْ شَرِّ كُلِّ طَارِقٍ إِلَّا طَارِقًا يَطْرُقُ بِخَيْرٍ، يَا رَحْمَنُ

Ofde islam
Ofde Islam Team ✔ Verified
Editorial Team | Global


Post a Comment

0Comments

Thanks everyday

Post a Comment (0)
To Top