ইসলাম কাদের . ofde islam

0


ইসলাম কাদের জন্য
     

رب العلمين والصلوة والسلام على سيد المرسلين وخاتم الحمد لله . النبيين وعلى اله واصحابه اجمعين و من تبعهم باحسان ودعا  بدعوتهم الى يوم الدين . اما بعد


প্রিয় পাঠক! আমাদের আজকের দরসটির নাম হলো ইসলাম কাদের? এই দরসটি প্রস্তুত করা হয়েছে মুসলমানদের জন্য। এই দরসে অমুসলিমদের দাওয়াত দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে কুরআন সুন্নাহর এমন সব প্রমাণাদি, যার দ্বারা মুসলমানরা নিজ দায়িত্ব অনুভব করতে পারবে ।


কোনো অমুসলিম ভাইকে যদি প্রশ্ন কারা হয়, বলুনতো, ইসলাম কাদের জন্য? এর উত্তরে তারা বলবে, ইসলাম মুসলমানদের ধর্ম । একই প্রশ্ন যদি কোনো মুসলমানকে করা হয়, তাহলে তার উত্তরে মুসলমানরা বলবে ইসলাম আমাদের ধর্ম। বন্ধুগণ! উত্তরটি কি সঠিক হয়েছে? না, সঠিক হয়নি। সঠিক উত্তর হলো, ইসলাম সকল মানুষের । ইসলাম হলো, আল্লাহ তা'আলার মনোনীত ধর্ম। ইসলাম মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত । আল্লাহর নেয়ামত হিন্দু মুসলিম সবার জন্য সমান হয় । পৃথিবীর আটশ কোটি মানুষের মধ্যে, মাত্র দুইশ কোটি মানুষ মুসলিম। এটা কীভাবে সম্ভব আল্লাহ তা'আলা মাত্র ২০ ভাগ মুসলমানকে ইসলামের মতো নেয়ামত দেবেন, আর বাকিদেরকে দেবেন না? না, এটা হতে পারে না। আল্লাহর পক্ষ থেকে আসা ধর্ম সকল মানুষের জন্য। কারণ আল্লাহর নেয়ামত সবার জন্য সমান হয়। যেমন পানি, চাঁদ, সূর্য, শষ্য, ধান, গম ইত্যাদি । আল্লাহর এসব নেয়ামতের মধ্যে কোনো ধরনের ভাগ হয় না । এমনটিও হয় না যে, এটা মুসলমানদের জন্য আর ওটা অমুসলিমদের জন্য । ঠিক ইসলাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাই ইসলাম শুধু মুসলমানদের জন্য হতে পারে না । ইসলামকে মানা হিন্দু, খ্রিস্টানসহ সকল অমুসলিম ও মুসলিমদের জন্য সমান ।

চলবে  ইনশা আল্লাহ

Tags

Post a Comment

0Comments

Thanks everyday

Post a Comment (0)
To Top