হামাস, অতীতের সঙ্গে বর্তমানের সেতুবন্ধন ! মাসিক আল কলম .

Saad سعد
0


        হামাস, অতীতের সঙ্গে বর্তমানের সেতুবন্ধন

মুসলিম বিশ্বের মানচিত্রে ফিলিস্তীন একটি রক্তভেজা নাম। তার মধ্যে গাযযা শুধু রক্তে ভেজা নয়, রক্তে ডোবা একটি ক্ষুদ্র উপত্যকার নাম। ইতিহাসের পাতায় পড়েছি, জেরুসালিমে একবার এমন রক্তের বন্যা বয়েছিলো যে, খৃস্টান সৈনিকদের ঘোড়ার খুর রক্তে ডুবে গিয়েছিলো, গায্যা উপত্যকায় সেই ইতিহাসেরই যেন পুনরাবৃত্তি ঘটেছে।

ফিলিস্তীনের কথা যখন বলবে, গায্যার কথা যখন লিখবে, তখন আলাদা করে তোমাকে আলকুদসের কথা বলতেই হবে, আলআকছার কথা লিখতেই হবে। কারণ আলকুদস ও আলআকছার সঙ্গে জড়িয়ে আছে মুসলিম উম্মাহ্র অতীত, বর্তমান ও ভবিষ্যত।  আজকের তুফানুল আকছা সেই কুদস ও আকছার পবিত্রতা রক্ষারই জিহাদ! যুগে যুগে বহু দুর্যোগের মধ্যেও লালন করা একটি লক্ষ্য ও উদ্দেশ্যের নবজাগরণেরই নতুন জিহাদ আজকের তৃফানুল আকছা, যা এখন বিশ্বের বিস্ময়। তুফানুল আকছা হলো ঈমানের বলে বলীয়ান দুর্বলের কাছে অস্ত্রের গর্বে গর্বিত 'সবলের' পরাজয়। তুফানুল আকছা বর্তমানের কাছে তুলে ধরতে চায় অতীতের পরিচয়। তুফানুল আকছা আমাদের শিক্ষা দিতে চায়, অতীতের সঙ্গে যুক্ত হয়ে কীভাবে ভবিষ্যত গড়তে হয়। এবং শিক্ষা দিতে চায়, একশ বছর আগে, পাঁচশ বছর আগে, হাজার বছর আগে, এমনকি পনেরোশ বছর আগে যা সম্ভব হয়েছে আজও তা সম্ভব হতে পারে এবং সহজেই হতে পারে, পথ ও পাথেয় যদি এক হয়।

বদরে, অহুদে, খন্দকে; ইয়রমুকে, কাদেসিয়ায়, কুসতুনতুনিয়ায় এবং যুগে যুগে বহু জিহাদের ময়দানে শাহাদাতের পিপাসা বুকে নিয়ে যারা ইসলামের ঝাণ্ডা উঁচু করেছেন; যে ঈমানের বলে বলীয়ান হয়ে 'খেজুর ডালের' কাফেলা রূম পারস্যকে পদানত করেছে, আমাদের কাফেলা তো সেই কাফেলা।

সেই পথ ও পাথেয় অবলম্বন করেই গাযযার মুজাহিদীন ইতিহাসের পাতায় যুক্ত করে চলেছেন নতুন আলো, নতুন অধ্যায়। এখন আর আর্তনাদ নয়, অশ্রুবিসর্জন নয় এবং নয় শোকের মাতম। এখন হবে আঘাতের উপর পাল্টা আঘাত। মুজাহিদীন তখন ভেঙ্গেছেন কুত্তনতুনিয়ার পাচীল, হামাসের মুজাহিদীন এখন ভাঙ্গছেন আয়রন ডোমের 'প্রাচীর'!

এখন তোমরা আমাদের চোখের অশ্রু দেখবে না, দেখবে আমাদের বুকের তাজা রক্ত। এখন তোমরা শোনবে না আমাদের কান্না ও আর্তনাদ! আমাদের মৃত্যু তো আল্লাহর পথে, শাহাদাতের মৃত্যু। যে মৃত্যুতে 'মরণ' নেই, আছে জীবন! তাই তো শহীদের মা বলতে পারেন, আমার আরো সন্তান থাকলে তাদেরও পাঠাতাম শাহাদাতের জন্য। তাই তো শহীদের বাবা সন্তানকে দাফন করে, ফিরে যান জিহাদের ময়দানে শাহাদাতের খোঁজে। এখানেই সত্যের বিজয় মিথ্যায় বিরুদ্ধে। এখানেই হকের গালাবা বাতিলের মোকাবেলায়!

হক ও বাতিলের লড়াই চলছে ফিলিস্তীনের ছোট্ট একটি ভূখণ্ডে, কিন্তু সত্যের জাগরণ শুরু হয়েছে পৃথিবীর বিভিন্ন জনপদে, ইউরোপ-আমেরিকার হৃদয়ে ও হৃদপিণ্ডে! হে আরব! হে বুরজে খলীফা! ইচ্ছে হয় না, তোমাদের সম্বোধন করি, তবে জানতে ইচ্ছে হয়, তোমার ভাইয়ের রক্তে তোমার সাদা জামা ও কালো হাত আর কত রঞ্জিত হলে 'ঘোমটা' খুলে তোমরা জাগবে!

তোমরা গাযযার সঙ্গ ত্যাগ করেছো, দেখো, গাযযা আল্লাহর সঙ্গ গ্রহণ করেছে। তাই গাযযার কোন প্রয়োজন নেই তোমাদের কাছে, তবে তোমাদের প্রয়োজন আছে গাযযায়, যদি পেতে চাও আযাদীর যিন্দেগী এবং ইয্যতের মউত। তাই নিজেদের জন্য হলেও জেগে ওঠো, গাযযার বিধ্বস্ত জনপদে যাও, মুজাহিদীনের পাশে দাঁড়াও। তাও যদি না পারো হে মিসর, হে সিরিয়া, হে মাগরিব, হে রিয়াদ, হে উর্দুন, দোহাই আল্লাহর, অন্তত নিজেদের রক্ষা করো আল্লাহ্র আযাব থেকে। তোমরা আজ যালিম ইহুদীদের সঙ্গী! তোমরা আজ ভাইয়ের খুনে খুনী। ধিক তোমাদের আরব রক্তকে। ধিক তোমাদের আরবপরিচয়কে!

                                     ©Ofde islam 


      


Post a Comment

0Comments

Thanks everyday

Post a Comment (0)
To Top